সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
বিদায়ী সপ্তাহে (৯-১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৭ দশমিক ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ফারইস্ট ইসলামি ইনসুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ফারইস্ট ইসলামি ইনসুরেন্সের ক্লোজিং দর ছিল ৬৮ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩০ টাকা বা ৪৩ দশমিক ৯২ শতাংশ। এর মাধ্যমে ফারইস্ট ইসলামি ইনসুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রির ৪২ দশমিক ০৪ শতাংশ, এএমসিএল প্রাণের ৩৭ দশমিক ৬৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩২ দশমিক ২৩ শতাংশ, আরএকে সিরামিকসের ২৩ দশমিক ৫০ শতাংশ, তিতাস গ্যাসের ২১ দশমিক ২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ দশমিক ৩৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৮ দশমিক ৮১ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭ দশমিক ৮৭ শতাংশ ও ওয়াটা কেমিক্যালের ১৪ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে।
টিটি/