কাপড়ের রং মিশিয়ে খাবার বিক্রি, ‘কাচ্চি ভাই’কে জরিমানা

কোনো নিয়ম নীতির তোয়াক্তা না করে কাপড়ের রং, মিশিয়ে খাবার বিক্রি করছে ‘কাচ্চি ভাই’। বাধ্য হয়ে রাজধানীর বেইলি রোডে সোমবার (৯ জানুয়ারি) ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক তাহমিনা বেগম।
ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবরে কাপড়ে ব্যবহারের রংয়ের ডিব্বা ময়লার ডাস্টবিনে ফেলেন কাচ্চি ভাইয়ের কর্মচারী। সেটি দেখেন ভোক্তা কর্মকর্তারা। কাচ্চি ভাই’র ম্যানেজার এটাকে ‘ফুড গ্রেড’ রং হিসেবে দাবি করলে ম্যানেজার এবং তার সহকারীকে খেতে বলেন ভোক্তা কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল।
এ সময় তা খেতে রাজি না হয়ে নিজেদের ভুল স্বীকার করেন কাচ্চি ভাই’র ওই কর্মচারী। ভোক্তা স্বার্থবিরোধী অপরাধ করায় কাচ্চি ভাইকে ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত রং ধ্বংস করা হয়।
এ ছাড়া, একই ভবনের ৬ষ্ঠ তলায় ‘এমব্রশিয়া’ নামের আরেকটি রেস্টুরেন্টে অভিযান চালালে মেয়াদোতীর্ণ সস পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভবনের ৫ম তলায় ‘হাক্কা ঢাকা’ নামের রেস্টুরেন্টে ভোক্তা স্বার্থবিরোধী অপরাধের প্রমাণ পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, ভোক্তা অধিদপ্তর সর্বদা ভোক্তা স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। জরিমানা করা আমাদের মূল লক্ষ্য নয়। কাচ্চি ভাই নামের এই রেস্টুরেন্ট কাপড়ে ব্যবহারের রং খাবারে ব্যবহার করছিল, যা গুরুতর অপরাধ। এসব রং মানবদেহের জন্য ক্ষতিকর। তাই এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জেডএ/এমএমএ/
