বেশি দামে চিনি বিক্রি, আবদুল মোনেম সুগারকে জরিমানা
সরকার চিনির দাম ৯৫ টাকা কেজি নির্ধারণ করলেও আবদুল মোনেম সুগার রিফাইনারি ইগলু ব্র্যান্ডের মোড়কে ১০৮ টাকা কেজি চিনি বিক্রি করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে এর সত্যতা পাওয়া যায়।
রবিবার (২০ নভেম্বর) আবদুল মোনেম সুগার রিফাইনারি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আইনে দোষী সাব্যস্ত হওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর জানায়, গত ১৬ নভেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানের নেতৃত্বে চিনি ও ভোজ্যতেলের বাজার তদারকি করা হয়।
এ সময় কাওরান বাজারে আবদুল মোনেম সুগার রিফাইনারির উৎপাদিত ইগলু ব্র্যান্ডের চিনির মোড়কে ১০৮ টাকা কেজি বিক্রি করতে দেখা যায়। যা সরকার নির্ধারিত মূল্য ছিল ৯৫ টাকা। এতে প্রতি কেজিতে ১৩ টাকা বেশি আদায় করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবদুল মোনেম সুগার রিফাইনারির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
আবদুল মোনেম সুগার রিফাইনারির লিখিত ব্যাখায় সরকার ঘোষণা করা চিনির মূল্যের পূর্বেই বেশি মূল্যে বাজারে চিনি সরবরাহ করে। এটা স্বীকার করে আবদুল মোনেম সুগার রিফাইনারি। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে রবিবার এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। জনস্বার্থে অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জেডএ/এমএমএ/