‘ব্যবসায়ীরা লুটেরা অপবাদ থেকে রক্ষা চায়’
মিলমালিকরা চিনি দেন ডিলারদের তারপর আসে খুচরা ব্যবসায়ীদের কাছে অথচ কিছু হলে ভ্রাম্যমাণ আদালত খুচরা ব্যবসায়ীদের ধরছেন। অনেকে বলেন, আমরা নাকি লুটেরা। ব্যবসায়ীরা লুটেরা এই অপবাদ শুনতে চায় না, এর থেকে রক্ষা পেতে চায়।
চিনির বাজার স্থিতিশীল করার ব্যাপারে মতবিনিময় সভায় বাংলাদেশ দোকানমালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ সব কথা বলেন।
সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এইচএম সফিকুজ্জামানসহ পাঁচটি মিল মালিকদের প্রতিনিধি খুচরা ও পাইকারী ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
হেলাল উদ্দিন বলেন, ‘বর্তমানে বিশ্ববাজারে সবকিছুর দাম বেড়েছে। তাহলে চিনি ও তেলের ব্যাপারে কেন এত প্রশ্ন। মিলমালিকরা বলে এক রকম, করে অন্যরকম। এর দায়ভার পড়ছে খুচরা ব্যবসায়ীদের উপর। মানে সব দোষ নন্দ ঘোষ।’
তিনি চিনিকল মালিকদের ব্যাপারে অভিযোগ করে বলেন, ‘কেউ লোকসান করে ব্যবসা করবে না। তারপরও কেন মিলমালিকরা সবকিছু স্পষ্টভাবে বলছে না সরকারকে। তেলের মত চিনিরও সমস্যা হয়েছে। তাদের দায় ঘাড়ে পড়ছে খুচরা ব্যবসায়ীদের।’
চিনির যৌক্তিক মূল্য নির্ধারণ করতে হবে। আর ডিলারদের পাকা রশিদ ও দিতে হবে। তাহলে খুচরা ব্যবসায়ীদের এত ঝামেলা পোহাতে হবে না।
জেডএ/এমএমএম/