টিসিবির জন্য কেনা হবে ১ কোটি ৬৫ লাখ লিটার ভোজ্যতেল
সারা দেশে নিম্ম আয়ের মানুষের কাছে কম দামে বিক্রি করতে টিসিবির জন্য ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।
বুধবার (১৯ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।
অতিরিক্ত সচিব বলেন, এক কোটি ৬৫ লাখ তেলের মধ্যে ১ কোটি ১০ লাখ টন তেল কেনা হবে মেঘনা এডিবল অয়েল কোম্পানি রিফাইনারি থেকে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি টাকা। ফলে প্রতি লিটার তেলের দাম পড়বে প্রায় ১৭২ টাকা।
পাশাপাশি সুপার অয়েল রিফাইনারি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সরবরাহ করবে ৫৫ লাখ টন। তারা দাম আরও ১২ টাকা কম রাখবে। ১৬০ টাকা দরে এই তেল কেনার পেছনে সরকারের ব্যয় হবে ৮৮ কোটি টাকা।
জেডএ/এএস