জাহাঙ্গীরনগরে মাস্টারপ্ল্যানে স্বচ্ছতা নেই অভিযোগ ছাত্র ইউনিয়নের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্পের মাস্টারপ্ল্যানে স্বচ্ছতা না থাকাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও ছাত্র স্বার্থের জন্য হুমকি বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিষ্ট পাটি এবং বাম গণতান্ত্রিক জোটের বৃহত্তম ছাত্র সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’র বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল সোমবার, ১৭ অক্টোবর, জাহাঙ্গীরনগরে ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় স্বাক্ষরিত একটি বিবৃতিতে সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্য রায় জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে সচেতন শিক্ষক ও শিক্ষার্থীদের তীব্র আপত্তি এবং প্রতিবাদ চলছে। মাস্টারপ্ল্যান ছাড়াই অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ভবন নির্মাণের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রশাসন।’
গণখাতে ক্রয় বিধিমালা (পিপিআর) না মেনে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল উল্লেখ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শাখা।
তারা আরও বলেন, ‘নিয়ম না মেনে প্রকল্প পরিচালক নিয়োগ, প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে একাধিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, পিপিআর লঙ্ঘন করে দরপত্র জমা নেয়া, দরপত্রের শর্তভঙ্গ ইত্যাদি অনিয়মের প্রমাণ সংবাদমাধ্যমেও উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং অব্যবস্থাপনা জাতির সামনে উন্মোচিত হয়েছে।’
অবিলম্বে চলমান প্রকল্পের কাজ স্থগিত করে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রনয়ন করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
লেখা ও ছবি : মেহেদী ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ওএফএস।