প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে বিমার অবদান
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান প্রত্যাশার তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাইকে আইন-কানুন, বিধি-বিধান অনুসরণ করতে হবে।
বিমা শিল্পের বিকাশে সম্ভাব্য উন্নয়ন ও সার্বিক অগ্রগতি এবং সমস্যা নিয়ে নন-লাইফ বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সোমবার (১৭ অক্টোবর) মতিঝিলে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সভায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সব সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মোহাম্মদ জয়নুল বারী নন-লাইফ বিমা খাতের উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। যাতে বিমা খাতকে শক্তিশালীকরণ ও গ্রাহকের আস্থা অর্জন করা যায়।
তিনি বলেন, বাংলাদেশ বিমা খাত উন্নয়ন প্রকল্পের অধীনে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্পূর্ণরূপে অটোমেশন করার যে কার্যক্রম চলমান রয়েছে। তা সম্পূর্ণ অটোমেশনের আওতায় চলে আসলে বিমা কোম্পানিগুলোকে এ সিস্টেমের সঙ্গে সংযুক্ত হতে হবে। সে লক্ষ্যে এখন থেকে বিমাকারীদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
জেডএ/এসজি