ভেজালবিরোধী অভিযানে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর হাতিরপুল বাজারসহ সারাদেশে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫০টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১০৬ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকার বেশি জরিমানা করেছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪৫টি জেলায় এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন অপরাধে ১০৬ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, লিখিত অভিযোগের ভিত্তিতে অন্য একটি ব্যবসাপ্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা বেগম এসব তথ্য জানান।
উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
জেডএ/এমএমএ/