ভোক্তারা প্রতারিত হবে এটা সহ্য করা হবে না, ইউনিলিভারকে ডিজি
বিভিন্ন কোম্পানির পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, অযৌক্তিভাবে দাম বাড়ালে কেউ রক্ষা পাবে না।
তিনি বলেন, বিভিন্ন কোম্পানি সাবান, ডিটারজেন্ট, পাউডার, পেস্টের দাম বাড়িয়েছে। এটা যৌক্তিক কিনা তা যাচাই করা হবে। এ জন্য ইউনিলিভারসহ সব কোম্পানির কারখানা পরিদর্শন করা হবে। সম্প্রতি যে পরিমাণ দাম বাড়িয়েছে, তা অযৌক্তিক হলে কোনো ছাড় দেওয়া হবে না।
বুধবার (৭ সেপ্টেম্বর) ভোক্তা-ব্যবসায়ী পর্যায়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত সচিব শফিকুজ্জামান বলেন, ইউনিলিভারের সরকারি ৪০ শতাংশ শেয়ার আছে, তাই সরকারেরও দেখার দায়িত্ব। ভোক্তারা প্রতারিত হবে এটা সহ্য করা হবে না। ভোক্তার স্বার্থে ভোক্তা অধিদপ্তর করা হয়েছে, তাই যখন যেখানে কিছু অস্বাভাবিক মনে হচ্ছে সেই কোম্পানি, সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদেরও ডেকে জানতে চাওয়া হচ্ছে কেন দাম বাড়ছে। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন আছে, তা মানতে হবে। অমান্য করলে শাস্তি পেতে হবে। এর আগেও বিভিন্ন কোম্পানিকে জরিমানা করা হয়েছে নিয়ম ভঙ্গের কারণে।
তিনি জানান, তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সব কোম্পানি ভিজিট করে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন সরকারের কাছে তুলে ধরা হবে। এটা যদি যৌক্তিক হয় সবাইকে মেনে নিতে হবে। আর তাদের দাম বৃদ্ধি অযৌক্তিক হলে তাদের শাস্তির আওতায় আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সহসভাপতি আব্দুল হান্নান, ইউনিলিভারের ব্রান্ড পরিচালক শামীমা আক্তারসহ বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।
জেডএ/এসএন