আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ১ মাস
ছবি : সংগৃহীত
অবশেষে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন। মঙ্গলবার পর্যন্ত দেশে ৭০ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) হয়েছেন।
মহামারি করোনা পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনা করে ব্যক্তিশ্রেণির করদাতার ২০২১-২২ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড।
উল্লেখ্য, আয়কর দিবসের সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম কিছু বলেননি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মনে প্রশ্ন জাগে এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে কি না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে। তারপরও সন্ধ্যার পরে এনবিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় জরিমানা এড়াতে হাজারো আয়করদাতা তাদের রিটার্ন জমা দেন। রাজধানীর সেগুনবাগিচাসহ বিভিন্ন কর অঞ্চলে করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
করোনা মহামারি বিবেচনায় চলতি বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়ার সুবিধা রাখা হয়। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়। এসব স্থানে সেবা দেওয়ার চেষ্টা করেন কর্মকর্তারা।