বুধবার থেকে ব্যাংকের লেনদেন ৯টা-৩টা
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ব্যাংকও নতুন অফিস সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম শেষ করে বিকাল ৫টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করতে হবে।
সোমবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। যা আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সই করা সার্কুলারে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তীতে অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থেকে বাংলাদেশে সকল ব্যাংক-কোম্পানীর লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত।
লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম শেষ করে ৫টার মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে। তবে সমুদ্র বা স্থল বা বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা বা উপ-শাখা বা বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগষ্ট এ জারি করা সার্কুলারের নির্দেশনা বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। আর ব্যাংক লেনদেন হবে ৯ থেকে ৩টা পর্যন্ত। আর শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, জ্বালানি তেল আমদানি কমাতে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে।’
জেডএ/এমএমএ/