পেঁপে ৩০, পাঙাশ ১৬০
গরিবের সবচেয়ে নাগালের ভেতরের সবজি হিসেবে বিবেচিত পেঁপের কেজিও এখন বেড়ে হয়েছে ৩০ টাকা। আর সবচেয়ে কমদামের মাছ হিসেবে নিম্ন আয়ের মানুষের কদর পাওয়া পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের কেজি বেড়ে হয়েছে ১৬০ টাকা।
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে সবকিছুর দামই বেশি। তবে গরিবের পেঁপে-পাঙ্গাশের দাম বাড়ায় যুক্ত হয়েছে ভিন্ন কারণ।
মৌসুম হিসেবে ইলিশের দোকানে ক্রেতা কম হলেও পাঙ্গাশ-তেলাপিয়ার দোকানে ভিড়ের কারণ বুঝিয়ে বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা ইসমাইল হোসেন।
রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ১০ তারিখে বেতন পাওয়ার পর দুই-একবার অন্য মাছ কিনতাম। কিন্তু সব কিছুর দাম বাড়ায় এখন পুরো মাসের হিসাব মেলাতে মাসের শুরু থেকেই পাঙ্গাশ-তেলাপিয়ার দোকানে যেতে হচ্ছে।
অন্য ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে বোঝা গেল, অর্থনীতির সাধারণ নিয়ম 'চাহিদা বাড়লে দামও বাড়ে। এর কারণেও পেঁপে-পাঙ্গাশ-আলু-ডিমের। কারণ গরিবের বাজারে ভিড় বাড়াচ্ছে নিম্ন মধ্যবিত্তও। শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ ইব্রাহিম বলেন, পেঁপে সাধারণত ২০ টাকা কেজিতে বিক্রি হতো। কিন্তু এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
এই বাজারে অন্যান্য সবজির মধ্যে টমেটো ১২০, বেগুন রকম ভেদে ৮০-১০০, চিচিঙ্গা ৫০, ঝিঙা ৮০, ঢেঁড়স ৫০, শসা ৬০, পটল ৪০-৫০, করলা ৮০, বরবটি ৭০, কাঁচা মরিচ ২২০-২৪০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা কলা ৪০ এবং লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে রুই-কাতল (৩-৪ কেজি ওজনের) ৩৫০ থেকে ৪৫০, বোয়াল (৯ কেজি ওজনের) ৯৫০, পাবদা (কেজিতে ৮-৯টা) ৭০০, চিংড়ি ৬০০-১২০০, কৈ মাছ ২৫০, শিং ও মাগুর ৫০০, ইলিশ (সোয়া কেজি) ২০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বাড়ার কারণে সব মাছের দামই বাড়ছে। বাজারে একদিনের ব্যবধানে ডিমের দাম আরও বেড়ে ডজন ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আলু ৩৫, পেঁয়াজ ৫০, রসুন মানভেদে ১০০ ও ১৪০, আদা ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে শান্তিনগর বাজারে।
বিক্রেতা জয়নাল আবেদীন জানালেন, আলাদাভাবে প্রত্যেকটি পণ্যের দামই বেড়েছে, বেশি দামে কিনে আনতে হচ্ছে বলে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে কিছু শাকের দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ যেসব শাকের দাম বাড়েনি, সেগুলোর আঁটি আগের চেয়ে চিকন হয়েছে। বাজারে শাকের মধ্যে পাট, মূলা ও কলমি ১৫, লাল, পুঁই ও ডাটা ২০, পালং ২৫ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা প্রতিটি বিক্রি হচ্ছে।
এমএ/এসএন