৬ হাজার ৭৪১ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ষোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গত ২৬ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের পঞ্চদশ সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
এবারের বাজেটকে ইতিহাসের সর্বোচ্চ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, আমরা এখানেই থাকতে চাই না। প্রতি বছরই ঢাকাবাসীর কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই। এজন্য আমাদের রাজস্ব আয় বাড়াতে হবে।
সবার সহযোগিতায় রাজস্ব আয় বাড়াতে পারব এমন মন্তব্য করে ডিএসসিসি মেয়র বলেন, দায়িত্ব নেওয়ার সময় এটি খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। সেখান থেকে অবস্থার উন্নতি করেছি। আগামী অর্থবছরে ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করব।
রাজস্ব আদায়ের কিছু চ্যালেঞ্জ তুলে ধরে ব্যারিস্টার তাপস বলেন, ৫০ বছর হোল্ডিং ট্যাক্স দেয়নি এমন প্রতিষ্ঠানেরও ট্যাক্স আমরা আদায় করেছি। বাংলাদেশ ব্যাংক ১৯৯৫ সাল থেকে ভ্যাট দেয় না। আমরা সেটি প্রায় নিষ্পত্তি করেছি।
২০২১-২২ অর্থবছরে ডিএসসিসির ইতিহাসে সর্বোচ্চ ৮৭৯ কোটি ৬৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে জানিয়ে মেয়র বলেন, এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে কারণ ঢাকাবাসী আমাদের ভোট দিয়ে জয়যুক্তই করেননি। আমাদের ওপর আস্থা রেখেছেন।
এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণেও রাজস্ব বেড়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, হয়রানি কমেছে ও সুশাসন নিশ্চিত হয়েছে। ব্যয়ের ক্ষেত্রে আগের যেকোনো সময়ের চেয়ে জবাবদিহি বেড়েছে ও অপচয় কমেছে।
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
আরইউ/এসএন