শীর্ষ করদাতার স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
২০২১-২২ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বিএটি (ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো) বাংলাদেশকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-আয়কর বিভাগ। আয়কর প্রদানে অবদান রাখায় ‘ম্যানুফ্যাকচারিং’ বিভাগে বিএটি বাংলাদেশকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ফিনান্স ডিরেক্টর আমান মুস্তাফিজ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ এর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, শাহীন আক্তার, সদস্য-কর প্রশাসক এবং মানব সম্পদ ব্যবস্থাপনা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর ইনকাম ট্যাক্স বিভাগের কমিশনার ইকবাল হোসেন।
২০২১-২২ অর্থবছরে, বিএটি বাংলাদেশ বিগত অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশেরও বেশি টাকা আয়কর হিসেবে সরকারি কোষাগারে প্রদান করেছে। কোম্পানিটি প্রতি বছর দেশের মোট অভ্যন্তরীণ রাজস্বে প্রায় ১০ শতাংশ অবদান রাখে।
আয়কর ছাড়াও শুধুমাত্র গত অর্থবছরে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (এসডি) বাবদ জাতীয় কোষাগারে প্রায় ২৫,৭৮৩ কোটি টাকা জমা দিয়েছে।
এসএম/এমএমএ/