ডলারে কারসাজি করায় ৫ মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত
ডলার নিয়ে কারসাজি করার অপরাধে পাঁচ মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ৪২টি প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।
মঙ্গলবার (০২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সব সময় কাজ করে যাচ্ছে। অপ্রয়োজনীয় আমদানি পণ্য নিয়ন্ত্রণে বেশি করে ঋণ মার্জিনসহ বিভিন্ন ব্যাংককেও ডলার সাপোর্ট দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজারে কেউ কারসাজি করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান পরিচালনা করছে কয়েকটি দল।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও নির্দেশ দেওয়া হয়েছে। ডলার নিয়ে কারসাজি করায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এ পর্যন্ত বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জ, অঙ্কন মানি এক্সচেঞ্জ ও ফয়েজ মানি এক্সচেঞ্জসহ পাঁচটি মানি চেঞ্জারকে চিহ্নিত করে তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এছাড়া ৪২ মানি এক্সচেঞ্জকে শোকজ করা হয়েছে। লাইসেন্স দেওয়ার সময় কিছু নিয়ম মেনে চলতে বলা হয়েছিলো। তারা এসব নিয়ম না মানলে ওইসব মানি এক্সচেঞ্জের লাইসেন্সের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
জেডএ/