উত্তরা লেক উন্নয়ন সংশোধনসহ সাত প্রকল্প অনুমোদন
উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের সংশোধনসহ সাত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার আট কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৩১ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৫৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ১২৩ কোটি টাকা ব্যয় করা হবে।
মঙ্গলবার (০২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে গণভবন থেকে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রীর ডক্টর শামসুল আলম, পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সত্যজিৎ কর্মকার, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ প্রমুখ। সভায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদন দেয়া হয়। জানুয়ারি ২০২২ হতে ডিসেম্বর ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে খরচ হবে ১৬৪ কোটি টাকা।
প্রকল্প এলাকা: বিনা’র ১৫টি কেন্দ্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বিভিন্ন কৃষি অঞ্চলে ১৪টি ‘বিনা কৃষি ভিলেজ’ স্থাপন, কৃষক পর্যায়ে ৩ হাজার ৫০০ টন প্রজনন ও মানসম্মত বীজ উৎপাদন, ক্রয়, সংরক্ষণ ও বিতরণ, মাঠ পর্যায়ে ৭৪২টি এডাপটিভ ট্রায়াল এবং জাত, প্রযুক্তি বিস্তারে ২৫ হাজারটি প্রদর্শনী স্থাপন করা হবে। অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে, কক্সবাজার জেলার বাংলাদেশ-মায়ানমারে সীমান্ত নিরাপত্ত উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারগুলোর (৬৭/এ,৬৭, ৬৭বি এবং ৬৮) পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২৭ কোটি টাকা। প্রক্রিওরমেন্যট অফ ইকুপমেন্ট অ্যান্ড মেশিনারিজ ফ্রম বেলারুস ফর সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড সিটি করপোরেশন। ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬২ কোটি ৩৪ লাখ টাকা। কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩৬ লাখ টাকা। তবে সবার ডলারের কথা বিবেচনা করে এই মুহূর্তে নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে ৫জি প্রযুক্তি চালুকরণ প্রকল্পটি স্থগিত করা হয়। এতে ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছিল। পরবর্তীতে অবস্থা বিবেচনা করে বিদেশে ঋণ পেলে দেখা হবে বলে সভায় জানানো হয়।
জেডএ/