সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
দেশজুড়ে ১ কোটি পরিবারকে শোকের মাসে টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২ আগষ্ট) রাজধানীর ৩২ নাম্বার ওয়ার্ডে বাবর রোডে অনুরাগ ভবনে এই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় অনেকেই টাকা ছাড়া এই ফ্যামিলি কার্ড পাননি এমন প্রশ্নের জবাবের বানিজ্যমন্ত্রী বলেন, এভাবে সুষ্ঠুভাবে সবাইকে কার্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরেও যেহেতু অভিযোগ পাওয়া গেল খতিয়ে দেখা হবে। এই মাসে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পন্য দেওয়া হবে।
লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে এই অল্প পণ্য কি যথেষ্ট? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেখেন সব ব্যাপারে সাশ্রয়ী হতে হচ্ছে। সরকার সাধ্যমতই নিম্ন আয়ের মানুষদের এসব দেওয়ার ব্যবস্থা করেছে। ঢাকা শহরের সব ওয়ার্ডে তো এই পণ্য বিক্রি শুরু হচ্ছে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, আজকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৬৪ ওয়ার্ডে শুরু হয়েছে । পর্যায়ক্রমে অন্য ওয়াডেও বিক্রি হবে। শুধু ঢাকা শহরের না সারাদেশে একইভাবে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, প্রতিজন ১১০ টাকা দরে ২ লিটার তেল, ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি ডাল ও বিশ টাকা দরে ২ কেজি পেয়াজ পাবে। তবে মাসে একবার এর বেশি কার্ডধারী কেউ এই পণ্য নিতে পারবে না।
টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান।
জেডএ/এসআইএইচ