আবারও বাড়ল স্বর্ণের দাম
কয়েকদিনের ব্যবধানে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়তে থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাজুস।
শুক্রবার (২৯ জুলাই) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৬৬ হাজার ৪৮৪ টাকা ও সনাতন স্বর্ণের ভরি ৫৫ হাজার ১৭০ টাকা ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া ২২ ক্যারেটের রূপার ভরি এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন রূপার ভরি ৮০ টাকা নির্ধারণ করেছে বাজুস। যা শুক্রবার থেকে বাজারে বিক্রি হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দরে বাজারে বিক্রি হবে।
জেডএ/এসজি/