লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম
এক লাফে গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ানো হয়েছিল। আড়াই মাস পর কমানো হলো ১৪ টাকা। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম অনেক কমে যাওয়ায় দেশের বাজারে আজ এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। অন্যদিকে পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা। আগের ঘোষণা অনুযায়ী বাজারে বর্তমানে প্রতি লিটার তেল ১৯৯ টাকা এবং ৫ লিটার তেল ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে।
রবিবার (১৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।
বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে জানান, ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে। আর প্রতি লিটার পাম তেলের দাম ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার অজুহাতে মিলমালিকরা ঈদুল ফিতরের পর ৫ মে এবং সর্বশেষ বাজেট ঘোষণার দিনই ৯ জুন ভোজ্য তেলের দাম বাড়ায় ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে দেশে হৈ-চৈ শুরু হলে ২৭ জুন থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে ১৯৯ টাকা দাম নির্ধারণ করে। ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৮০ টাকা। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, পাম অয়েল ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়।
জেডএ/এসজি/