স্বর্ণের ভরিতে কমল ১১৬৬ টাকা
আন্তর্জাতিক বাজার স্বর্ণের দাম কমায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস জানিয়েছে ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমে ১০ গ্রাম ৬৭ হাজার ২০০ টাকা ( ৬৭২০ টাকা গ্রাম) নির্ধারণ করা হয়েছে। তাতে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এরফলে ২২ ক্যারেট স্বর্ণের ভরির নতুন দাম ৭৮ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে নতুন দর কার্যকর হবে বলে বুধবার বাজুস জানিয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুসের স্টান্ডিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। রবিবার থেকে এই নতুন দর কার্যকর হবে বলে বাজুস স্টান্ডিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জানান।
বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের (হলমার্কযুক্ত) ২২ ক্যারেটের ১০ গ্রাম স্বর্ণ কিনতে লাগবে ৬৭ হাজার ২০০ টাকা ( ৬৭২০ টাকা গ্রাম)। প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণের দাম কমে ১০ গ্রামের দাম ৬৪ হাজার ২০০ টাকা (৬৪২০ টাকা গ্রাম) করা হয়েছে। ভরি হচ্ছে ৭৪ হাজার ৮৮২ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমে ১০ গ্রামের দাম ৫৫ হাজার টাকা (৫৫০০ টাকা গ্রাম) করা হয়েছে। ভরি ৬৪ হাজার ১৫২ টাকা। আর সনাতন পদ্ধতির ১০ গ্রামের দাম কমে ৪৫ হাজার ৮৫০ টাকা (৪৫৮৫ টাকা গ্রাম) নির্ধারণ করা হয়েছে। ভরি হচ্ছে ৫৩ হাজার ৪৭৯ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ মে সোনার দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমানো হয়েছিল। এছাড়া গত ২১ মে ভরিতে ৪ হাজার ১৯৬ টাকা বাড়ায় বাজুস। তার চারদিন আগে ১৮ মে প্রতিভরি সোনার দাম ১৭৫০ বাড়ায় সংগঠনটি।
জেডএ/