মিনা বাজারের মিষ্টিতে তেলাপোকা, ১২৯ প্রতিষ্ঠানকে জরিমানা
হাত বাড়ালেই বাজারে ভেজাল ধরা পড়ছে। তা ছোট ছোট পাড়া মহল্লা থেকে শুরু করে অভিজাত এলাকার বড় বড় শপিং মলে। ধানমন্ডির মিনা বাজারের মিষ্টিতে তেলাপোকা পাওয়ায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৬ জুলাই) মহানগরের গুলশান, ধানমন্ডি-২৭ ও সাদেক খান কাঁচাবাজারসহ দেশব্যাপি ৬২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১২৫ প্রতিষ্ঠানকে প্রায় আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫১টি জেলায় এই বাজার অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৪টি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ প্রণোদনা দেওয়া হয়।
উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে ভোক্তা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
জেডএ/