পশুর হাট এলাকায় ব্যাংক খোলা ৮টা পর্যন্ত
প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর আশপাশে ব্যাংকের কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে রাত ৮টা পর্যন্ত। একই সঙ্গে ছুটির দিন শুক্র এবং শনিবারও এসব এলাকার ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (৫ জুলাই) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগমের সই করা সার্কুলারে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক সংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে। এরফলে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
তাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের (তালিকা সংযুক্ত) নিকটবর্তী শাখা ও উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে এ শাখা/উপশাখাসমূহে বিশেষ ব্যবস্থায় ০৭ জুলাই পর্যন্ত বর্ধিত সময়ে (বিকাল ৬ টা হতে রাত ৮টা পর্যন্ত) ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। একই সঙ্গে ঈদ-উল-আযহার পূর্বের দুইদিন ৮ ও ৯ জুলাই ২০২২ (শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন) এ শাখা ও উপশাখা সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপন করতে হবে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কোরবানির পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট শাখা/উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট শাখা/উপশাখা/বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করতেও হবে বলে সার্কুলারে উল্লেখ করেছেন পরিচালক (বিআরপিডি)।
জেডএ/