বিলাসী দ্রব্যের লাগাম টানা হবে: গভর্নর
মূল্যস্ফীতির সঙ্গে কোনো কমপ্রোমাইজ (আপস) করা হবে না উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার চেষ্টা করা হবে। এ জন্য ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতির লক্ষ্য অর্জনে অর্থ ও ঋণ কর্মসূচির সঠিক বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক তিনটি পদক্ষেপ গ্রহণ করেছে।’ বৃহস্পতিবার (৩০ জুন) মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়।
গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতির চাপ কমানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে ঋণ প্রবাহ নিশ্চিত করতে নীতিহার বিবেচনা করে রেপোর ( বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংককে ঋণ প্রদান) সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে বিদ্যমান ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ করা হলো।
তিনি বলেন, ‘আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষিত করতে আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য নতুন পুন:অর্থায়ন স্কীম চালু করা হবে। বিলাস জাতীয় দ্রব্য, বিদেশি ফল, অশস্য খাদ্যপণ্য, চিনজাত ও প্রক্রিয়াকরণ পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে এলসি ঋণ মার্জিন ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত করা হবে।’
জেডএ/