বেশি দামে তেল বিক্রির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা, বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ও ২৯ হাজার ৫৮০ লিটার খোলা পাম ও সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৩ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীর ডেমরা থানার কাজলা এলাকার মেসার্স অদ্বিতি ট্রেডিং, মেসার্স সিফাত ট্রেডিং এবং মেসার্স মিন্টু স্টোরকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পক্ষে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
অভিযান পরিচালনাকালে ঢাকা মহানগরীর ডেমরা রোডের কাজলা ব্রিজ এলাকার মেসার্স অদ্বিতি ট্রেডিং, মেসার্স সিফাত ট্রেডিং এবং মেসার্স মিন্টু স্টোর থেকে পুরানো রেটের সর্বমোট ২৯ হাজার ৫৮০ লিটার খোলা পাম ও সয়াবিন তেল উদ্ধার করা হয়। ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করার অপরাধে তাদের ৫০ হাজার টাকা করে ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট দেড় লাখ টাকা জরিমানাসহ উদ্ধারকৃত তেল সরকারি রেটে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
জেডএ/
