নারায়ণগঞ্জে তেলের বাজারে মিশ্র অবস্থা
নারায়ণগঞ্জে তেলের বাজারে মিশ্র অবস্থা বিরাজ করছে। গতকাল রাতে দাম বৃদ্ধির খবর জানার পর থেকেই কোথায়ও আগের দামে বিক্রি হচ্ছে, কোথায়ও সরকারের নির্ধারিত দামে, আবার কোথায়ও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ দোকানেই তেল নেই।
এক খুচরা ব্যবসায়ীর এক লিটার তেলের দাম ২২০ টাকা চাইলে সরকারের নির্ধারিত মূল্যের কথা জানালে তিনি বলেন, ‘সরকারতো কতো কিছুই বলে। আমরা বেশি দামে নিয়ে কিনে আনলে কী করবো।’ সাংবাদিক পরিচয় জানার পর তিনি এই প্রতিবেদককে উদ্দেশ্য করে বলেন, ‘আচ্ছা আপনি ২০০ টাকা দেন।’ এই প্রতিবেদকের কাছে একজন ভোক্তা দু:খ করে বলেন, ‘ কী করবো ভাই? কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। এক লিটার তেল কিনে আনলাম ২২০ টাকা দিয়ে। ব্যবসায়ীরা সমন্বয় করে নিজেদের পকেটের টাকা ঠিক রাখছেন, কিন্তু আমরা কিভাবে সমন্বয় করবো? আমাদের কথা কে ভাববে?
নারায়ণগঞ্জের দিগবাবুর বাজারে যেমন পাইকারি দোকান আছে, তেমনি খুচরা দোকানও আছে। পাইকারি একটি দোকার বাদল স্টোর। তারা প্রতি লিটার তেল ১৯০ টাকা করে বিক্রি করছে। এ ছাড়া তিন লিটারের তেলের বোতল বিক্রি করছে ৫৭০ টাকা করে। দোকানের একজন কর্মচারি জানান, ‘আমাদের আগের কেনা তেল। তাই এই দামে বিক্রি করতে পারছি। আমরা আগের মজুত তেল যতোক্ষণ আছে এই দামেই বিক্রি করবো।’ বেশ কয়েকটি খুচরা দোকানে প্রতি লিটার তেল ২০০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ দোকানেই তেল নেই। অনেকেই সরবরাহ না পাওয়াতে ঈদের আগে থেকেই তেল বিক্রি করতে পারছেন না। ফলফট্টির পাইকারি ব্যবসায়ী রাসেল স্টোরের নাঈম বলেন, ‘ আমরা ২০ রোজার পর থেকে আর তেল বিক্রি করতে পারছি না। এখন পর্যন্ত আমাদের দোকানে কোনো তেল নেই।’