ফুটওয়্যার প্রফেশনালস এসোসিয়েশনের মাসিক সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের রপ্তানিমুখী জুতা ব্যবসায়ীদের একমাত্র পেশাদার সংগঠন ফুটওয়্যার প্রফেশনালস এসোসিয়েশন অব বাংলাদেশের (এফপিএবি) ৩৭তম মাসিক সভা এবং চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল (শুক্রবার) চট্টগ্রামে খুলশীর একটি হোটেলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাদমানুল আনোয়ার খান ইভানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের পরিচালক মণ্ডলীর সদস্য জাহিদ ইজাজ, শামসুল আলম সোহেল, কার্যকরী কমিটির সদস্য উত্তম কুমার, ফজলুল করিম, সৈয়দ মোহাম্মদ কাউসার প্রমুখ।
সভায় রপ্তানিমুখী জুতা শিল্পের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা ও তার আশু সমাধান নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে সংগঠনটির ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এসএ/
