জনগণের ভোগান্তি কমাবে আগামী বাজেট : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশের জনগণের ভোগান্তি ও চাপ কমাতে আগামী অর্থবছরের বাজেট সাজানো হচ্ছে। সে অনুযায়ী কাজ করা হচ্ছে। জনগণের কষ্ট লাঘবে স্বস্তিদায়ক নতুন বাজেট দেওয়া হবে। এজন্য আগামী ৯ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বুধবার (২০ এপ্রিল) অর্থনৈতিক বিষয়ক ও ক্রয় কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জনগণের জীবনযাত্রা সম্প্রতি অনেক বেড়ে গেছে, মানুষ কষ্টে আছে, এমন প্রেক্ষাপটে আগামী বাজেটে কোনো পদক্ষেপ থাকবে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেটের আকার কেমন হবে, তা নিয়ে বৃহত্তর পরিসরে আলোচনা করেছি। কিন্তু শুল্ক ও কর ছাড় বিষয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আমাদের আরও বসতে হবে। সাধারণ জনগণের ওপর চাপ সৃষ্টি যাতে না হয় এজন্য যা কিছু দরকার আমরা আগামী বাজেটে তাই করব।’
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৬ লাখ ৭৭ হাজার ৮৭০ কোটি টাকা। যা হবে জিডিপির ১৫ দশমিক ৪ শতাংশ। এসব বিষয় বিবেচনা করে নতুন বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রাক্কলন করা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। আর প্রস্তাবিত বাজেটে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরা হবে।
নতুন বাজেট কেমন হতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটের বিষয়ে গণমাধ্যমে ইতোমধ্যে প্রায় সব তথ্যই প্রকাশিত হয়েছে। এখন আমরা কোন খাতে কত বরাদ্দ হবে এবং কী কী পদক্ষেপ নিতে হবে সেসব বিষয় চূড়ান্ত করব সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে। আশা করছি, নতুন বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।’
অর্থমন্ত্রী বলেন, সভায় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। সভায় ক্রয় কমিটি ৯টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। ৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ পাঁচ হাজার ৩৪২ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা।
সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো-
খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কর্তৃক ৫০ হাজার টন গম ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৭২ কোটি টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ১৫ হাজার টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা (প্রধান সরবরাহকারী- মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই) হতে ৯৫ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু জাপিনের কাছ থেকে এক লাখ টন হাই-সালফার ফার্নেস অয়েল ৫৮৮ কোটি টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
জেডএ/