৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৬ শতাংশ
একনেক সভা। ফাইল ফটো
চলতি অর্থবছরের (২০২১-২২) মার্চ পর্যন্ত নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪৫ দশমিক ৫৬ শতাংশ। ৫৬টি বিভাগ ও মন্ত্রণালয়ের উন্নয়ন কাজে এ সময় ব্যয় হয়েছে প্রায় ৯৮ হাজার ৯৩৫ কোটি টাকা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ সব তথ্য জানান।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
আইএমইডির তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘করোনার মধ্যেও সরকারের ভালো ব্যবস্থাপনা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনগণের পরিশ্রমের ফলেই ভালো অর্জন সম্ভব হয়েছে। কারণ গত অর্থবছরের একই সময়ে (জুলাই-মার্চ) এডিপির বাস্তবায়ন হয়েছিল ৪১ দশমিক ৯২ শতাংশ। ওই সময়ে ব্যয় হয়েছিল ৮৭ হাজার ৭৩৫ কোটি ৫১ লাখ টাকা। নয় মাসের ব্যবধানে ৩ দশমিক ৬৪ শতাংশ বেশি এডিপি বাস্তবায়ন হয়েছে।’
সম্প্রতি রড সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে উন্নয়ন কাজ ব্যাহত হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এতে কিছু ব্যয় বাড়লেও ডিপিপিতে যে ব্যয় প্রাক্কলণ করা হয়েছে তার কাছেই থাকবে, সমন্বয় করা হবে। রেট সিডিউল এ মুহূর্তে পরিবর্তন করা লাগবে না। তবে ঠিকদাররা কোনো প্রস্তাব দিলে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেডএ/আরএ/