৪ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্প অনুমোদন
দুগ্ধ সমবায় এর কার্যক্রম সম্প্রসারণসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় করা হবে ৪ হাজার ৫৪২ কোটি টাকা। সরকারি অর্থে এই ব্যয় করা হবে। কারো থেকে কোনো অনুদান বা ঋণ নেওয়া হয়নি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) শের-ই-বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। এ সব প্রকল্পের মধ্যে রয়েছে ৬টি নতুন প্রকল্প ও পাঁচটি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে হচ্ছে ২৫০ কোটি টাকা ব্যয়ে পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ২০২৫ সালের জুনে শেষ হবে।
দুগ্ধ ঘাটতি উপজেলায় দগ্ধ স মবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৫৭ কোটি টাকা, যা ২০২৬ সালের জুনের শেষ হবে। ৬৮৯ কোটি টাকা ব্যয়ে কালিগঙ্গা নদীর ভাঙন হতে ঢাকা জেলার নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়া ঘিওর মানিকগঞ্জ সদর এবং সিংগাইর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রকল্পে নদীর তীর সংরক্ষণ প্রকল্প রয়েছে, যা ২০২৪ সালে শেষ হবে।
অন্যদিকে, ১৫০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়, যা ২০২৪ সালের ডিসেম্বরের শেষ হবে। ১০৬ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট বাড়ৈ পাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প সংশোধিত প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি টাকা, যা ২০২৫ সালের জুনের শেষ হবে। ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি ও চিলাহাটি বর্ডার এর মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প ৬১ কোটি টাকা ব্যয়ে। ২০২৪ সালে শেষ হবে সংশোধিত প্রকল্পের মেয়াদ। সীমান্ত সড়ক প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে। সংশোধন করে ২০২৪ সালের জুনে শেষ হবে
এবং এ প্রকল্পে ব্যয় বাড়ছে ১ হাজার ১৭৪ কোটি টাকা।
সভায় জেলা মহাসড়ক উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সংশোধিত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ২০২৩ জুন পর্যন্ত ধরা হয়েছে। নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত ধরা হয়েছে।
এ ছাড়া একনেক সভায় পানগুছি নদীর ভাঙন হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ খালি নদী খনন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মোট ৬৫৯ কোটি টাকার প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরের শেষ করতে বলা হয়েছে একনেক সভায়।
জেডএ/এমএমএ/