জেট ফুয়েলের দাম বাড়ল ১১৭ শতাংশ সঙ্গে টিকেটের দাম

২০২০ সালে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। গত দেড় বছরে ১৮ বার বেড়ে হয়েছে লিটিারপ্রতি ১০০ টাকা। এর ফলে এয়ারলাইন্সগুলোর টিকেটের দাম বেড়েছে।
২০২০ সালের অক্টোবর থেকে জেট ফুয়েলের দাম বাড়া শুরু হয়। সেই সময় প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। সর্বশেষ চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত ১৮ দফায় দাম বেড়ে দাঁড়িয়েছে লিটার প্রতি ১০০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১১৭ শতাংশ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, জেট ফুয়েলের দাম গত ১৪ মাসে বেড়েছে ১৮ বার। এ সময় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে এক দফায় লিটারে ১৫ টাকা। আবার দাম বাড়ানোর আলোচনা চলছে।
নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজ-বাহ-উল ইসলাম ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘সব গন্তব্যেই টিকেটের দাম বাড়ানো হয়েছে। উদাহরণ স্বরূপ ২০২০ সালের ডিসেম্বরে যশোরের টিকেটের দাম ছিল ২৭ টাকা। সেটা এখন ৪৮০০ টাকা। অন্যান্য রুটেও এই হারেই ভাড়া বেড়েছে।
একই অবস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্ষেত্রেও। এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান, কোনো গন্তব্যের টিকেটের দামিই চার হাজার টাকার নিচে নাই।
জেট ফুয়েলে সরকার কোনো ভর্তুকি দেয় না জানিয়ে বিপিসির পরিচালক (অর্থ) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলছেন, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমাদের এখানেও দামের সমন্বয় করতে হয়। তারপরও কলকাতা বা আশপাশের বাজারগুলোর চেয়ে আমাদের এখানে জেট ফুয়েলের দাম কমই আছে।
আরইউ/এমএমএ/
