ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখার উদ্যোগে মঙ্গলবার (১২ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
গেস্ট অব অনার ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামেলকো তাহের আহমদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম কামাল উদ্দীন জসিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মাহবুব এ আলম।
জেডএ/এমএমএ/
