ঈদ উৎসবে ঢেকে গেছে বৈশাখ বাজার
অবশেষে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চলে এসেছে। তারপরও বর্ষবরণ করার এই উৎসবকে কেন্দ্র করে বাজারে বেচাকেনার ছোয়া লাগেনি একেবারে। রমজান মাসের ঈদ উৎসব ঢেকে দিয়েছে বৈশাখের বাজারের বেচা-কেনা। রাজধানীর ছোট ছোট ব্যবসা প্রতিষ্টান থেকে আড়ংয়ের মতো নামীদামি শো-রুম ক্রেতাদের আকৃষ্ট করতে শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষা করতে থাকলেও ছোয়া লাগেনি বৈশাখের বাজারে। বুধবার (১৩ এপ্রিল) বর্ষবরণের আগের দিনে রাজধানীর বিভিন্ন মার্কেট ও বাজারে এমন চিত্র দেখা গেছে।
পান্থপথে বসুন্ধরা সিটির নিচ তলায় মেহেদী নামে একজন ক্রেতা ৩টি আড়ংয়ের শপিংয়ের ব্যাগ হাতে বের হচ্ছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় এটা কি বৈশাখ উৎসবের বাজার? জবাবে তিনি ঢাকাপ্রকাশকে বলেন, না না। কয় দিন পর ঈদ। তাই সুযোগ করে আজ বাজার করলাম। এটা ঈদের বাজার। একটা পাঞ্জাবি, শাড়ি ও বাচ্চার জন্য ড্রেস কেনা হয়েছে।
এ সময় আড়ংয়ের তৃতীয় তলায় সেলস এক্সিকিউটিভ সুফিয়ানের কাছে জানতে চাওয়া হয় কেমন চলছে বৈশাখের বাজার। উত্তরে তিনি বলেন, বৈশাখকে সামনে রেখে অনেক নিত্য নতুন কালেকশন আনা হয়েছে। কিন্তু কালকে (বৃহস্পতিবার) ১লা বৈশাখ হলেও বেচা-কেনা স্বাভাবিক। আগের মতোই এই বেচা-কেনা। বৈশাখের কোনো ছোয়া লাগেনি। কারণ কি? উত্তরে তিনি বলেন, রমজান মাস চলছে। তাই ক্রেতারা ঈদকে সামনে রেখেই বাজার করছেন। এজন্য হয়তো বৈশাখের বেচা-কেনা হচ্ছে না।
শুধু ওই আড়ং নয়, বসুন্ধরা সিটির নিচতলায় জেন্টাল পার্কেরও একই চিত্র দেখা গেছে। বৈশাখের কোনো বেচা-কেনা হচ্ছে না বলে জানান সেলসম্যান ফরিদ উদ্দিন। তিনি বলেন, তিনটা পণ্য কিনলে ২০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ক্রেতারা বৈশাখের পণ্য না কিনলেও ঈদের উৎসবের ভালোই বেচাকেনা হচ্ছে।
একই তথ্য জানান, যাযাবর, বেবি ড্রিমসের ব্যবসায়ীরা। তারা বলছেন, আগেই আঁচ করা হয়েছিল এবার বৈশাখের উৎসব জমবে না। কারণ রমজান মাসে বৈশাখের আগমন। তারওপর দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। তাই অনেকেই শখ করে বৈশাখের পোশাক নাও কিনতে পারেন।
এদিকে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকার বাজারের ব্যবসাযীরাও আগে থেকে বৈশাখের পণ্য দোকানে সাজিয়েছিলেন। কিন্তু রমজান মাস শুরু হওয়ায় জমেনি বৈশাখের বাজার। করোনায় দুই বছর সব কিছু বন্ধ থাকায় এবার বৈশাখের বিক্রি ভালো হবে বলে তারা আশা করলেও শেষ পর্যন্ত জমেনি বাজার। গাউছিয়া মার্কেটের কসমেটিক্স মিউজিয়ামের হায়দার বলেন, বৈশাখের উৎসবের জন্য মহিলাদের গহনাগাঠি, কসমেটিক্স পণ্যসহ অনেক কিছু এবার আনা হয়েছে। কিন্তু সেভাবে ক্রেতা আসছেন না।
শাহবাগের আজিজ সুপার মার্কেটের ক্রে-ক্রাফটের সেলস ম্যানেজার শেখ লুৎফর রহমান জানান, গত দুই বছর করোনায় সব কিছু বন্ধ থাকায় আমরাও তেমন কিছু প্রস্তুতি নেয়নি। তবে এবার সব কিছু খুলে দেওয়ায় শো-রুম সাজানো হয়েছে বৈশাখ উপলক্ষে। তবে এখনো বেচা-কেনা শুরু হয়নি। অন্যান্য ব্যবসায়ীদেরও একই বক্তব্য রমজান মাসের ঈদের উৎসবে জমেনি বৈশাখ বাজার।
জেডএ/এসআইএইচ