গত ৪০ বছরে মার্কিন মুদ্রাস্ফীতি বেড়ে সর্বোচ্চ
গত ৪০ বছরের মধ্যে গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি বেড়েছে। ওই বছর দেশটির মুদ্রাস্ফীতি বেড়েছে ৮.৫ শতাংশ। এ কারণে যুক্তরাষ্ট্রে খাদ্য, জ্বালানি, আবাসন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, গত এক বছরে ভোক্তা মূল্য সূচক ৮.৫ শতাংশ বেড়েছে। যা কিনা ১৯৮১ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। ইউক্রেন-রাশিয়া মধ্যকার যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় দাম বেড়েছে ।
মার্কিন সরকারের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে মার্চে মুদ্রাস্ফীতি ১.২ শতাংশ ও জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ান সেনারা আক্রমণের পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে থাকে। গত মার্চেই যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়টি প্রথম নজরে আসে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বিশ্বব্যাপী বাজার পরিস্থিতি খারাপ হয়।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের মতে, এক গ্যালন পেট্রোলের গড় দাম ৪ দশমিক ১০ ডলার। এক বছর আগের তুলনায় যা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এটি গত কয়েক সপ্তাহে কিছুটা কমেছে।
বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। এ কারণে পণ্য ও উপাদান পরিবহনের ক্ষেত্রে ব্যয় বেড়েছে। ফলে ভোক্তাদের উচ্চমূল্যে পণ্য ক্রয় করতে হচ্ছে।
জিনিসপত্রের দাম কমানোর প্রত্যাশাকে শক্তিশালী করতে মার্কিন ফেডারেল রিজার্ভ ঋণ গ্রহণ ও ব্যয় ধীর করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আগামী কয়েকমাসে সুদের হার বাড়াবে।
ফেডারেল কর্মকর্তারা গত মাসের মতো সম্প্রতি যে ইঙ্গিত দিয়েছেন তাতে এ বছর বাজারগুলোতে স্থির হার অনেক বেশি বৃদ্ধি পাবে বলেই পূর্বাভাস মিলেছে।
এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির আগেও শক্তিশালী ভোক্তা ব্যয়, স্থির বেতন বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী সরবরাহের ঘাটতির কারণে গত চার দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এ জন্য ভোক্তার মূল্য সূচক এক তৃতীয়াংশ বেড়েছে। যা শিগশির কমার সম্ভাবনা কম।
এমএমএ/