ইসলামী ব্যাংক রামপুরা শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকাস্থ রামপুরা শাখা এমজি টাওয়ার, ৩৮৯/বি, ডিআইটি রোডে স্থানান্তর করা হয়েছে।
গত রবিবার (১০ এপ্রিল) নতুন ভবনে শাখার উদ্বোধন ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. এনামুল করিম।
ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন রামপুরা শাখা প্রধান মো. দিদার হোসেন।
এ সময় পল্টন শাখা প্রধান আবদুল কাদেরসহ রামপুরা শাখার কর্মকতা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এপি/এমএমএ/
