রাজধানীতে ৫ দিনব্যাপী ঈদ শপিং মেলা

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় লাইসিয়াম কনফারেন্স সেন্টারে ৪০ জন অনলাইন ও অফলাইন উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঈদ শপিং মেলা।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এ মেলার উদ্বোধন করা হয়। ওয়ান স্টপ ইভেন্ট এ মেলার আয়োজন করেছে। মেলাটি চলবে শনিবার (৯ এপ্রিল) পর্যন্ত।
৪০ জন অনলাইন ও অফলাইন উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে এই ঈদ শপিং মেলা। মেলায় দেশি-বিদেশি পোশাক, শাড়ি, বোরখা, আবায়া, হিজাব, বাচ্চাদের খেলনা, জামা কাপড়, লেডিস ব্যাগ, জুতা, বাহারি জুয়েলারি, কসমেটিকস, স্কিন কেয়ার সামগ্রীসহ আরও অনেক কিছু পাওয়া যাবে।
মেলায় থাকছে রকমারি স্বাদের হোমমেইড ফুড, মজার মজার ইফতারসহ আরও অনেক কিছুর বিশাল সমাহার।
মেলায় ভিজিট করলেই ফেসবুক পোস্ট শেয়ারিংয়ের মাধ্যমে পাওয়া যাবে ‘Wonder’ মাফিন কেক ও ‘Bisk Club’ বিস্কুট। এছাড়াও নির্দিষ্ট মূল্যের পণ্য কিনলেই র্যাফেল ড্র এর মাধ্যমে নিশ্চিত উপহার পাওয়া যাবে। এছাড়া মেলায় ভিজিট করলেই করতে পারবেন ফ্রি ডায়াবেটিস চেকআপ।
মেলার কো-স্পন্সর- প্রাণ গ্রুপের দুটি ব্র্যান্ড- ‘Wonder’ মাফিন কেক ও ‘Bisk Club’ বিস্কুট, কিউবিক মার্কেটিং লিমিটেড, আয়াত লাইফস্টাইল ও সংযোগ শপ।
আরএ/
