কলকাতায় ২০ এপ্রিল বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো
ভারতের কলকাতায় আগামী ২০ এপ্রিল শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো-২০২২। এ ট্রেড ফেয়ারে সহযোগী হিসেবে অংশ নিচ্ছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশসহ ১২টি দেশ এই এক্সপোতে অংশ নিচ্ছে। এ ট্রেড ফেয়ারে অংশ নিচ্ছে বাংলাদেশের নামিদামি অনেক প্রতিষ্ঠান।
রবিবার (৩ মার্চ ) রাজধানীর মহাখালীতে নিটল নিলয় সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।
আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘অটোমোবাইল, আইটি, আবাসন, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, প্লাস্টিক, ফার্নিচার, টেক্সটাইলসসহ অনেকগুলো পণ্য মেলায় স্থান পাবে। এই মেলায় অংশ নিলে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও নিজেদের পণ্য ও সেবার পরিচিতি তুলে ধরা যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এইতো ২০ বছর আগে প্রাণ আরএফএল ছোট একটা স্টল নিয়ে এই মেলায় অংশ নিতো। এই প্রতিষ্ঠান সারা বিশ্বে আজ সমাদৃত। তাই শুধু বড় বড় প্রতিষ্ঠান নয়, ছোট ছোট প্রতিষ্ঠানের পণ্য তুলে ধরারও সুযোগ থাকছে মেলায়। যারাই ইচ্ছা পোষণ করবেন এই মেলায় অংশ নিতে পারবেন।’
এফবিসিসিআই-এর সাবেক সভাপতি বলেন, ‘এটি একটি ভালো প্লাটফর্ম, যারা নিজেদের পণ্য ও সেবা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরতে চান। পণ্য প্রস্তুতকারক, ব্যবসায়ী, ক্রেতা থেকে শুরু করে দর্শনার্থী সবাই এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন। যারা তাদের পণ্যের নিত্যনতুন সমাধান চান, নিজের ধারণাকে শেয়ার করে আরও সমৃদ্ধ হতে চান, পণ্যের নতুন ধরন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এই এক্সপো একটি উপযুক্ত প্লাটফর্ম।’
সংবাদ সম্মেলনে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিমল বেনগানি বলেন, ‘দুই বাংলার সংস্কৃতিসহ সব কিছু এক। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে গমসহ সব জিনিসের দাম বেড়ে গেছে বাংলাদেশে। কিন্তু ভারতে কম দামে গম কেনার সুযোগ দিব আমরা। ১২টা স্টল দেওয়া হবে। লাগলে আরও দেওয়া হবে।’
ভারত-বাংলাদেশ চেম্বারের জয়েন্ট সেক্রেটারি আবদুল ওয়াহেদ বলেন, ‘বাংলাদেশের সাতটি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি হচ্ছে। আরও বাণিজ্য বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই মেলার আয়োজনে অংশ নেওয়া হচ্ছে। যারা চাইবেন, সবার অংশ নিতে পারবেন।’
ট্রেড ফেয়ার এর আহবায়ক সৌরভ চ্যাটার্জী বলেন, ‘ অনেকে চাইলেও নিজেদের তুলে ধরার সুযোগ পায় না। কিন্তু এ মেলার মাধ্যমে সব কিছু তুলে ধরা হবে। প্রাণ আরএফএল এর ব্যবসা ভালো করেছে ভারতে। তাই চাইলে বাংলাদেশের আরও অনেকে সেই সুযোগ করে নিতে পারবেন।’
জেডএ/