রাজনৈতিকভাবেই বাজেটে সব বরাদ্দ হয়: পরিকল্পনামন্ত্রী
দেশের উন্নয়নে রাজনৈতিকভাবেই বাজেটে সব বরাদ্দ দেওয়া হয় বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এমনভাবে বরাদ্দ দেওয়া হয় তা, ঠেকানো যায় না। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও কেটে ছোট করা সম্ভব হয় না।’
শনিবার (২ এপ্রিল) এক প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘ম্যাক্রো ইকনোমি এক্সপেক্টেশন ফ্রম ন্যাশনাল বাজেট ২০২২-২৩’ আলোচনা সভার আয়োজন করে আইসিএবি ও ইআরএফ।
উন্নয়ন বাজেট বাস্তবায়নে ধীরগতির ব্যাপারে বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার প্রতি বছর উন্নয়নে বরাদ্দ দেয়। এর থেকে ব্যয়ও করা হয়। কিন্তু বাস্তবায়নের হার কীভাবে হয় এর অর্থ কীভাবে ব্যয় হয় এটা সবার জানা। ইচ্ছা করলেই বাস্তবায়নের গতি বাড়ানো যায় না। কারণ বিভিন্ন নিয়মকানুন মেনেই তা করতে হয়।’
অনুৎপাদনশীল খাতে ব্যয় খুবই অবিচার উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার উৎপাদনশীল খাতে ব্যয় করার জন্য কিছু করার চেষ্টা করে। ব্যক্তিখাতে অনেক কাজ করা হচ্ছে। সরকার সহায়তা করছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে ও প্রবাসীদের আদম ব্যবসা থেকে রক্ষা পেতে প্রণোদনাও দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় সিভিল সোসাইটি আমাদের বকাবকি করলেও তাদের বার্তা নেওয়া হয়। তবে অনেকে সময় বলেন, সংবিধান মানি না, নির্বাচনে যাব না এসব বলে পারিবেশ নষ্ট করা যাবে না। উন্নয়নের খেলা ভণ্ডুল করা যাবে না। তা রক্ষা করে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে।’
সভায় পিআরআই এর নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর উপদেষ্টা মন্জুর আহমেদসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জেডএ/এমএমএ/