ছয় বিভাগে এসএমই পণ্য মেলা শুরু
এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতি বছর ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা’ আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও দেশের ছয় বিভাগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজন করা হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ‘বিভাগীয় এসএমই পণ্যমেলা’ বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। এ মাসেই মেলার আয়োজন করা হবে রংপুর, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে। তবে আগামীকাল (২৪ মার্চ) রংপুর টাউন হল ময়দানে এসএমই পণ্যমেলা শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা সার্কিট হাউজ ময়দানে ২৭ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ২৮ মার্চ থেকে ০৩ এপ্রিল এবং ময়মনসিংহ টাউন হল ময়দানে ৭ এপ্রিল শুরু হয়ে চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। বরিশাল ও রাজশাহীতে বিভাগীয় এসএমই পণ্যমেলা আয়োজন করা হতে পারে মে বা জুন মাসে। প্রতিটি মেলায় ৫০/৫৫জন করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পণ্য ও প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। এসব মেলায় কোন বিদেশি, নকল, অশোভন এবং মানহীন পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা যাবে না।
মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো: ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং বাজার সম্প্রসারণ। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা করা। এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।
উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ যাবত ১২৩টি আঞ্চলিক এসএমই পণ্য মেলায় প্রায় সাড়ে ৩ হাজার উদ্যোক্তা পণ্য প্রদর্শন ও বিক্রি করেছেন।
জেডএ/