প্রথম নারী হিসেবে চায়ের নিলামে মায়িশা
বাংলাদেশে চায়ের ইতিহাসে প্রথম নারী হিসেবে চায়ের নিলাম ডাকলেন মায়িশা রহমান। এর মধ্য দিয়ে তিনি নিজেকে নতুন এক ইতিহাসের সঙ্গে যুক্ত করলেন।
চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের শেষ নিলাম ছিল সোমবার (১৪ মার্চ)। এদিন চট্টগ্রাম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২১-২০২২ মৌসুমের সর্বশেষ এ নিলাম অনুষ্ঠিত হয়।
মোট ১২ হাজার ৫১২ বস্তা চা নিলামের জন্য উপম্থাপন করা হয়। এর মধ্যে ৩ হাজার ২৯৭ বস্তা নতুন মৌসুমের (২০২২-২০২৩) চা ছিল।
প্রডিউস ব্রোকার্সের প্রতিনিধি হিসেবে নিলাম অনুষ্ঠানে মাইশা এ নিলাম ডাকেন। প্রডিউস রোকার্সে এর শিক্ষনবিশ চা নিলামকারী হিসেবে মায়িশ রহমান নিলামটি পরিচালনা করেন। এরই সঙ্গে তিনি ইতিহাসে প্রথম নারী নিলামকারী হিসেবে নাম লেখালেন।
শ্রীমঙ্গলের কৃতি সন্তান মায়িশা রহমান মূলত চা পরিবারের সদস্য। দেশের অন্যতম চা নিলামকারী প্রতিষ্ঠান ‘প্রডিউস ব্রোকার্স’ এর পরিচালক আহমেদুর রহমান সেলিম এর একমাত্র কন্যা ও শ্রীমঙ্গলের বিশিষ্ট চা-কর (চা উৎপাদক) মবহুম মোখলেসুর রহমনের নাতনী।
তার চাচা ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর বাগান ব্যবস্থাপক শফিকুর রহমান মুন্না।
এনএইচবি/এমএমএ/