ভোজ্যতেলে খুচরা পর্যায়েও ভ্যাট তুলে নিল সরকার

ফাইল ফটো
জাতীয় রাজস্ব বোর্ড থেকে এসআরও জারি করে ভোজ্যতেলে সমুদয় মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে।জারি করা এসআরওতে বলা হয়েছে, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলে এই নির্দেশ ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরষদ সচিব বলেন, আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আছে। এনবিআরকে বিবেচনা করার জন্য ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি পর্যায়ে কমালে এটার একটা ডিরেক্ট পজিটিভ ইমপ্যাক্ট (প্রত্যক্ষ ইতিবাচক প্রভাব) পড়বে।
মন্ত্রিসভা বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ভ্যাট মওকুফ সংক্রান্ত আদেশে সই করার কথা জানান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোক্তা দিবস উপলক্ষে জানিয়েছেন, ভোজ্যতেলের উৎপাদন, আমদানি ও ভোক্তা—এ তিন পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, এটি ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে।
অন্যদিকে, গত রোববার নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে ভ্যাট কমানোর কথা বলেছিলেন সভার সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জেডএ/আরএ/
