মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
ফাইল ফটো
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে সব পণ্য চাহিদার তুলনায় অনেক বেশি মজুত রয়েছে। কোনো পণ্যের ঘাটতির সম্ভাবনা নেই। কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য বাজারে সরবরাহ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজধানী থেকে শুরু করে মাঠ পর্যায়ে বাজার অভিযান জোরদার করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ‘ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সার্ভিস নম্বর ১৬১২১ চালু করেছে। যে কোনো ভোক্তা অধিকার ক্ষুণ্ন হলে এ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আরোপিত জরিমানার ২৫ ভাগ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়া হবে। সরকার ভোক্তার অধিকার রক্ষায় দেশব্যাপী বাজার অভিযান জোরদার করেছে। বিশ্বব্যাপী ই-কমার্স জনপ্রিয় হয়ে উঠছে, ডিজিটাল বাংলাদেশও তা থেকে পিছিয়ে নেই। সেজন্য এবারের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ই-কমার্সে প্রতারিত ভোক্তাদের পেমেন্টে গেটওয়েতে আটকে থাকা টাকাগুলো বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে ফেরতের ব্যবস্থা করেছে। এগুলো পর্যায়ক্রমে ফেরত দেওয় হচ্ছে। বিশ্ববাজারে অনেক পণ্যের মূল্য বেশি। তাই আমদানি নির্ভর পণ্যগুলোর মূল্য বাংলাদেশেও কিছুটা বেড়েছে। এগুলোর যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এগুলোর অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি, অবৈধ মজুদ বা কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকার মাঠ পর্যায় পর্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ীমূল্যে ট্রাকসেল অব্যাহত রাখা হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশব্যাপী কম আয়ের এক কোটি পরিবারকে সাশ্রয়ীমূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (আইআইটি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন।
জেডএ/আরএ/