খেলাপি ঋণ ছাড়াল এক লাখ কোটি টাকা
করোনাকালে ঋণখেলাপি কমাতে একের পর এক সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পরও ঋণখেলাপি কমছে না; বরং চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও তা বেড়েছে। এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল এবারের প্রান্তিকে। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১২ লাখ ৪৫ হাজার ৩৯১ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে খেলাপিতে রূপান্তরিত হয়েছে এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা, যা মোট ঋণের ৮.১২ শতাংশ। গেল বছরের ডিসেম্বর মাসে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭.৬৬ শতাংশ। এ হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ৪১৬ কোটি টাকা। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ এক লাখ ১৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছিল।
করোনাভাইরাসের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেওয়া বিশেষ সুবিধার কারণে গত বছর কেউ এক টাকা পরিশোধ না করলেও তাকে খেলাপি করতে পারেনি ব্যাংকগুলো। এ বছর নতুন করে আগের মতো সব সুযোগ দেওয়া না হলেও অনেক ক্ষেত্রে সুবিধা দেওয়া অব্যাহত রাখে বাংলাদেশ ব্যাংক। চলতি বছর একজন গ্রাহকের যে পরিমাণ ঋণ পরিশোধ করার কথা, আগামী ডিসেম্বরের মধ্যে তার চার ভাগের এক ভাগ পরিশোধ করলেও তাকে আর খেলাপি করা যাবে না। এত কিছুর পরও বাড়ছে খেলাপি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলো মোট ঋণ বিতরণ করে দুই লাখ ১৯ হাজার ২৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৬ কোটি টাকা। যা মোট ঋণের ২০.০৭ শতাংশ। যা ২০২০ সালের ডিসেম্বরে ছিল ৪২ হাজার ২৭৩ কোটি টাকা, ওই সময় বিতরণ করা ঋণের পরিমাণ ছিল দুই লাখ দুই হাজার ৩৩১ কোটি টাকা।
/এসএ/