করোনাকালে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বেড়েছে ৩ কোটি
দেশে করোনাকালে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত পৌনে দুই বছরে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট বেড়েছে প্রায় তিন কোটি। এ হিসাবে অ্যাকাউন্ট বেড়েছে ৩৫ শতাংশ।
বাংলাদেশে এমএফএসের (মোবাইল ব্যাংকিং) এক দশক পূর্তি উপলক্ষে সেমিনারে সাবেক গভর্নর ড. আতিউর রহমান এ সব তথ্য জানান।
শনিবার (১২ মার্চ) রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয় এর সম্মেলন কক্ষে ‘এমএফএস এর এক দশক: করোনা পরবর্তী মাঠ বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিউর রহমান বলেন, ‘এক দশক আগে এ সংগঠনের শুরুতে স্বপ্ন দেখেছিলাম আজ করোনাকালে তা পূর্ণ হলো। করোনাকালে এ দেশের মানুষের জন্য বড় সহায়ক ভূমিকা পালন করেছে এমএফএস।’
তিনি আরও বলেন, ‘এমএফএস চরাঞ্চলের মানুষের সুখ এনে দিয়েছে। না খেয়ে কাউকে ঘুমাতে হয় না। কারণ অল্প সময়ে টাকা পেয়ে যাচ্ছে চরাঞ্চলের মানুষ। এতে আস্থা বেড়ে গেছে গ্রাহকের। অনেক গ্রাহকও বেড়েছে। কারণ ২০২০ সালের মার্চে ৮ কোটি ২৫ লাখ অ্যাকাউন্ট ছিল। ২০২১ সালের ডিসেম্বরে সেটা বেড়ে ১১ কোটি ১৫ লাখ হয়েছে। গ্রাহক বেড়েছে প্রায় তিন কোটি।’
তিনি বলেন, ‘করোনাকালে শুধু শহর থেকে গ্রামে টাকা যায়নি, গ্রাম থেকেও চাকুরি হারাদের জন্য স্বজনরা টাকা শহরে পাঠিয়েছেন।’
এমএফএসে ভিন্নতা এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘রেমিটেন্স, ঋণের ব্যবস্থা করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ে। মাত্র ৩ মিনিটে ১৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ পেয়ে যাচ্ছে প্রান্তিক মানুষ। তারা এখন দারুন খুশি। মানবিক অর্থায়নের এই কর্মধারা আরও বেগমান হবে।
জেডএ/এমএমএ/