বাংলাদেশে ব্র্যাকের ক্ষুদ্রঋণ

ব্র্যাক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৭২ সাল থেকে ফজলে হাসান আবেদ নামের একজন তরুণ চাটার্ড অ্যাকাউন্টের হাত ধরে সুনামগঞ্জের শাল্লাতে দারিদ্রপীড়িত মানুষের মধ্যে ত্রাণ ও পুর্ণবাসন কার্যক্রম শুরু করে। কজনের সেই ছোট্ট কাজটি আজ ব্যাপক, বৃহৎ ও সেরা প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে। নারীদের ক্ষমতায়নে বিশ্বে আদর্শ, অনন্য প্রতিষ্ঠান হয়েছে। এখন আর্থিক, সামাজিক, শিক্ষা, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে আফগানিস্তানসহ মোট ১১টি দেশে। ব্র্যাকের বহুল আলোচিত মাইক্রো-ফাইনান্স কার্যক্রম বিশ্বে দারিদ্র বিমোচনের টেকসই মডেল। ব্র্যাক মাইক্রো-ফাইনান্স তার জন্মভূমি বাংলাদেশে ৩০ হাজার তৃণমূল কর্মীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের মোট ২৬শ শাখায় ৬৫ লাখের বেশি পরিবারকে ক্ষুদ্রঋণ বা মাইক্রো-ক্রেডিট এবং সঞ্চয় প্রদান কার্যক্রম পরিচালনা করছে।
ওএস।
