তীর ও রূপচাঁদা মিলে অভিযান

মিলমালিকরা পর্যাপ্ত তেল আছে বলে যে তথ্য দিয়েছেন, তা যাচাই করতে মিলে মিলে অভিযান পরিচালনা করা হবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে রুপগঞ্জের তীর ও রূপচাঁদা মিলে অভিযান চালান হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সূত্র জানায়, অভিযানে ওই দুই মিলের উৎপাদন থেকে সরবরাহ সব কিছু দেখা হয়েছে। তারা তিন মাসের তথ্য দিয়েছে অধিদপ্তরে। এ সব পর্যালোচনা করে কোনো বিভ্রান্তি ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তারা দেখতে পান পর্যাপ্ত ভোজ্যতেলের মজুদ রয়েছে।
উল্লেখ্য, সরকারের নির্ধারিত দামের বেশি কেউ তেল বিক্রি করতে পারবে না বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়। খোলা তেল ১৪৩ টাকা লিটার আর প্যাকেট তেল লিটার ১৫৮ টাকা। এর বেশি কেউ আদায় করলে রেহাই পাবে না। ধরা পড়লে কেউ ছাড় পাবে না। তা কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেডএ/আরএ/
