ব্যাংকে ১০ লাখ টাকা জমা রাখলেও প্রশ্ন করা হবে না
এখন থেকে ব্যাংকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। তফশিলভুক্ত ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নির্দেশ দিয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) ব্যাংকার্স সভায় ব্যাংকের প্রধান নির্বাহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন গভর্নর আবদুর রউফ তালুকদার। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এসব তথ্য জানান।
মো. মেজবাউল হক বলেন, সম্প্রতি ব্যাংকে টাকা জমা দিতে গেলে আমানতকারীদের ব্যাংকাররা বিভিন্ন প্রশ্ন করে টাকার উৎসসহ জানতে চান। এতে গ্রাহকরা টাকা জমা দিতে গিয়ে জবাবদিহির মুখে পড়ে বিভ্রান্ত হন। তাই এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে যাওয়া কোনো গ্রাহককে অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হুন্ডি বন্ধ করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে কেন্দ্রীয় ব্যাংক। যাতে কোনো টাকা পাচার না হয় সে বিষয়েও কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অব্যাহত রয়েছে।
ইসলামী ব্যাংকের সমসাময়িক ঋণ অনিয়মের ব্যাপারে এই মুখপাত্র বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম ব্যাংক। এখানে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। সেখানে কোনো দুর্নীতি হয়েছে কি না সে বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক। তদন্ত শেষ হলে কি ঘটেছে তা জানানো হবে। তবে এখন পর্যন্ত বলা যায় ইসলামী ব্যাংকে আমানত নিরাপদ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস শনিবার বিআইডিএসের এক অনুষ্ঠানে বলেছেন, ব্যাংকে টাকা নেই, এমন কথা ছড়ানো হলে সাধারণ গ্রাহক আতঙ্কে ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক কাউকে বাধা দেয়নি। এর একদিন পরই বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সভা ডাকে রবিবার বিকেলে ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
জেডএ/এসএন