বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মো. মেজবাউল হক
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন মো.মেজবাউল হক। একই সঙ্গে তাকে রবিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মো. মেজবাউল হক এর আগে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে এমএসসি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে কর্মজীবনে মো. মেজবাউল হক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে জাতীয় পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, পরিদর্শন এবং ফিনটেক খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের অটোমেশন, ইআরপি, কেন্দ্রীয় ব্যাংকের নেটওয়ার্ক ও অন্যান্য সেবার অটোমেশনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
উল্লেখ্য, এর আগে মুখপাত্র ছিলেন ইডি আবুল কালাম আজাদ। তার আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি গত ৪ অক্টোবর অবসরে গেলে দুই দিন পর ৬ অক্টোরর নতুন মুখপাত্র হয়েছিলেন নির্বাহী পরিচালক (ইডি) জি এম আবুল কালাম আজাদ। এক মাস দুই দিনের মাথায় তাকে পরিবর্তন করে মেজবাউল হককে এ দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক।
জেডএ/এসজি