আগস্টে রেমিট্যান্স এলো ২০৩ কোটি ডলার
চলতি অর্থবছরের (২০২২-২৩) দ্বিতীয় মাসে (আগস্ট) প্রায় ২০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের (২০২১-২২) একই মাসের চেয়ে প্রায় ১২ দশমিক ৬ শতাংশ বেশি। গত বছরের আগস্টে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১৮১ কোটি ডলার। এই হিসাবে বছরের ব্যবধানে প্রবাসীরা ২৩ কোটি ডলার বেশি পাঠিয়েছেন। তবে এটি জুলাইয়ের চেয়ে ৭ কোটি ডলার কম। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাস শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০৩ কোটি ডলার পাঠিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। গত অর্থবছরের একই মাসে এসেছিল ১৮১ কোটি ডলার।
ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকার রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে। এতে আগের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এ কারণে অর্থবছরের প্রথম মাসের পর দ্বিতীয় মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।
প্রতিবেদনে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১ সালের জুলাই ও আগস্টে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩৬৮ কোটি ডলার।
উল্লেখ্য, বেশি করে আমদানি ব্যয় মেটাতে ডলারের জোগান দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংক। টাকার অবমূল্যায়ন করতে করতে এক ডলারের দাম ৯৫ টাকায় নিয়ে এসেছে। তারপরও ব্যাংকগুলোতে এখন আমদানির জন্য ১০০ টাকার নিচে ডলার পাওয়া যাচ্ছে না। রেমিট্যান্সের জন্যও সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে। আর খোলাবাজারে দর বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে প্রবাসীদের বিভিন্ন সুযোগ দিয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক ও সরকার।
জেডএ/এসজি