সংসদ সদস্য পাপুলের ব্যক্তিগত কর্মচারী গ্রেপ্তার
সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের ব্যক্তিগত কর্মচারী সাদিকুর রহমান মনিরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২ মার্চ) রাতে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৪ মার্চ) সিআইডি সদর দপ্তরের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম শাখার বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের কর্মচারী মনিরের নামে রূপালী ব্যাংকের রাজারবাগ শাখার হিসাবে মানবপাচারের ৩৮ কোটি ২২ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা জমা করা হয়। পরে পাপুলের নির্দেশে বিভিন্ন সময়ে আসামিরা তার সহযোগী অন্যান্য আসামিদের হিসাব নম্বরে পাঠায়।
তিনি আরও বলেন, মানবপাচারের দায়ে সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল, স্ত্রী জেসমিন প্রধান, তার সহযোগী সাদিকুর রহমান মনির, ওয়াফা ইসলাম, কাজী বদরুল আলম লিটন, গোলাম মোস্তফা ও সত্তা, জে. ডব্লিউ লীলাবালী ও জব ব্যাংক ইন্টারন্যাশনালসহ স্বার্থ সংশ্লিষ্ট চার থেকে পাঁচজনের নামে মামলা রয়েছে।
হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃত সাদিকুর রহমানের হিসাব নম্বর থেকে কাজী শহীদুল ইসলাম পাপুলের হিসাব নম্বরে যায় ১০ লাখ টাকা। এ ছাড়া তার মালিকানাধীন চার পয়েন্ট হাউজিং ও রিয়েল এস্টেট নামের হিসাব নম্বরে পাঠান এক কোটি আট লাখ ৭৫ হাজার টাকা। তা ছাড়া তার স্ত্রী জেসমিন প্রধানের হিসাব নম্বরে পাঠান ১১ কোটি ৮৭ হাজার ২০ হাজার ও তার জেডব্লিউ লীলাবালী নামের আরেকটি হিসাব নম্বরে পাচঁ কোটি ৬১ লাখ, ওয়াফা ইসলামের হিসাব নম্বরে ১০ লাখ ও তার মালিকানাধীন সাফা জেনারেল ট্রেডিংয়ের হিসাব নম্বরে পাঠান আরও ৫ লাখ টাকা।
তিনি বলেন, এই টাকা আরো যায় জব ব্যাংক ইন্টারন্যাশনালের মালিক বদরুল আলম ও ব্যাংকের ম্যানেজার এবং মানবপারের টাকা লেনদেনকারী গোলাম মোস্তফার কাছে। আর জব ব্যাংক ইন্টারন্যাশনালের মাধ্যমেই ভুক্তভোগীদের পাচার করা হয়।
কেএম/এসআইএইচ