পল্লবীর চাঞ্চল্যকর ‘রায়হান’ হত্যার মূল হোতাসহ গ্রেপ্তার ২
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন ও পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বৃহস্পতিবার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে জানান পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিতে চাইলে না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হত্যার শিকার রায়হান ওরফে রাজ (২৬) পল্লবী থানার বাউনিয়াবাধ ট্রাকস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় সে পথে আগে থেকেই অবস্থান করা রাতুল (১৫) ও অনিক (১৬) সহ আরও কয়েকজন ছিনতাইয়ের উদ্দেশ্যে রায়হানের পথরোধ করে তার মোবাইল ছিনিয়ে নিতে চাইলে রায়হান বাধা প্রদান করে, এতে কথা কাটাকাটি হয়। রাগে ক্ষোভে রাতুল সাথে থাকা চাকু দিয়ে রায়হানকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। আহত রায়হানের চিৎকারে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সময় রাতুল মদ্যপান অবস্থায় ছিল এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ক্লুলেস মামলা, গ্যাং কালচার, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে পল্লবী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এলাকার জনসাধারণ মনে করেন কিশোর গ্যাং ও ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান থাকলেও নিয়ন্ত্রণে আসছে না তাদের অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক ছিনতাই ও হত্যাকাণ্ড ঘটিয়ে বিভিন্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করছে তারা। এলাকার এসকল অপরাধ নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও এলাকায় বসবাসরত সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা দরকার। তাহলেই সমাজ থেকে কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি নির্মূল করা সম্ভব।
কেএম/এএস